Saturday, May 21, 2016

জালকুড়ি-ইসলামিয়া-দাখিল-মাদ্রাসা

জালকুড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা

জালকুড়ির ধর্মপ্রান মুসলমানেরা ধর্মীয় অনুভূতি অনুভব করে ১৯৮১ সনে একটি দ্বীনি প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করে জালকুড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি স্থাপন করেন। বর্তমানে মাদ্রাসাটি দ্বিতল ভবন একটি ও আধাপাকা একটি এবং কাচা টিনের ছাউনি একটি ঘড় রয়েছে। মাদ্রাসার ছাত্র/ছাত্রীর সংখ্যা ৫৩৬ জন এবং শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ১৮ জন। মাদ্রসাটির ফলাফল সর্বদা ভালো হওয়ায় সাধারন ও বিজ্ঞান বিভাগ খোলা হয়েছে। মাদ্রাসাটি একটি পূর্নাঙ্গ ম্যানিজিং কমিটি দ্বারা পরিচালিত হইতেছে।



ইতিহাস

জালকুড়ি গ্রামের ধর্মপ্রান মুসলমানগণ একটি ধর্মীয় প্রতিষ্ঠান করার অনুভূতি জাগরিত হওয়ায় ১৯৮১ সালে জালকুড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে । মাদ্রাসাটি সরকারী অনুমোদন লাভের জন্য ১) আলহাজ্ব হায়দার আলী সরদার সাহেব ২) অধ্যাপক মোঃ শাহাবুদ্দিন মিয়া ৩) আবদুল কুদ্দুছ দেওয়ান সহ এলাকার আরো বিশিষ্ট ব্যাক্তিগণ মাদ্রাসার নামে মোট ১.০২ একর জমি দান করেন । বর্তমানে মাদ্রাসাটি ৩০ শতাংশ জায়গার মধ্যে প্রতিষ্ঠিত, বাকি সম্পত্তি নাল জমি । মাদ্রাসাটির পাবলিক পরীক্ষার ফলাফল ভালো হওয়ায় ও সুষ্ঠ পরিচালনার কারণে সরকার বাহাদুর দ্বিতল ভবন নির্মান করিয়া দেন। বর্তমানে মাদ্রাসায় সাধারণ ও বিজ্ঞান বিভাগে ৫৩৬ জন ছাত্র/ ছাত্রী দ্বীনি শিক্ষা গ্রহন করিতেছে । মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার সংখ্যা ১৫ জন, এবং কর্মচারীর সংখ্যা ৩ জন রয়েছে ।  মাদ্রাসাটি একটি পূর্নাঙ্গ ম্যানিজিং কমিটি দ্বারা পরিচালিত  হয়ে আসিতেছে। মাদ্রাসায় বিদ্যুৎ এর ব্যবস্থা আছে । মাদ্রাসার প্রতি বৎসর সমাপনী ও পাবলিক পরীক্ষার ফলাফল শতভাগ ।


প্রধান শিক্ষক/ অধ্যক্ষ : 
 মোঃ আবদুর রশীদ


বর্তমান পরিচালনা কমিটির তথ্য
ক্রমিক নং
পরিচালনা কমিটির সদস্যদের নাম
পদবী
এস এম কামাল হোসেন
সভাপতি
আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ আপ্তাব উদ্দিন
প্রতিষ্ঠাতা
আলহাজ্ব আবদুল আজিজ পার্চেজার
দাতা সদস্য
মোঃ মোবারক হোসেন
কো-অপট্ সদস্য
মোঃ আবদুল মতিন
অভিভাবক সদস্য
আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম
অভিভাবক সদস্য
মোঃ আফজাল হোসেন মোল্লা
অভিভাবক সদস্য
মোঃ জালাল উদ্দিন
অভিভাবক সদস্য
লুৎফুন নাহার
মহিলা অভিভাবক সদস্য
১০
মোঃ রমজান হোসেন
শিক্ষক প্রতিনিধি
১১
মোঃ আশাব উদ্দিন
শিক্ষক প্রতিনিধি
১২
সুরাইয়া বেগম
মহিলা শিক্ষক প্রতিনিধি
১৩
মোঃ আবদুর রশীদ (সুপার)
সম্পাদক

বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল

পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষার ফলাফলঃ
পরীক্ষার সন
পরীক্ষার্থীর সংখ্যা
পাশকৃত ছাত্র/ছাত্রীর সংখ্যা
পাশের হার
২০১০
১৭
১৬
৯৪.১১%
২০১১
২৮
২৮
১০০%
২০১২
৪৪
৪৪
১০০%

 অষ্টম শ্রেনীর সমাপনী পরীক্ষার ফলাফলঃ
পরীক্ষার সন
পরীক্ষার্থীর সংখ্যা
পাশকৃত ছাত্র/ছাত্রীর সংখ্যা
পাশের হার
২০১০
২৬
২৪
৯২.৩০%
২০১১
৩১
৩০
৯৬.৭৭%
২০১২
৫৮
৫৮
১০০%
পাবলিক পরীক্ষার ফলাফলঃ
পরীক্ষার সন
পরীক্ষার্থীর সংখ্যা
পাশকৃত ছাত্র/ছাত্রীর সংখ্যা
পাশের হার
২০০৯
১০
১০
১০০%
২০১০
১৬
১৬
১০০%
২০১১
১৯
১৯
১০০%
২০১২
২৮
২৮
১০০%
২০১৩
১৪
১৪
১০০%

ভবিষৎ পরিকল্পনা

১)মাদ্রাসার ভবন তিনতলা করা ২) বিজ্ঞান ভবন নির্মান করা ৩) নতুন একটি ভবন নির্মান করা ৪)এবং আলেম শ্রেনী খোলার পরিকলাপনা রয়েছে।

No comments:

Post a Comment